জালকুড়িয়ান ব্লাড ডোনার্স নারায়ণগঞ্জের উদ্যোগে ২৪ ঘন্টা টেলিমেডিসিন সেবা চালু
জাতির এই ক্রান্তিলগ্নে যারা লকডাউনের কারণে প্রয়োজনীয় ডাক্তারি পরামর্শ নিতে পারছেন না। তাদের জন্য ০৫ জন ডাক্তারের সহযোগিতায় জালকুড়িয়ান ব্লাড ডোনার্স নারায়ণগঞ্জ নিয়ে এলো টেলিফোনে ডাক্তারি সেবা নামে কার্যক্রম।
জরুরি প্রয়োজনে সকল ডাক্তারগণ মোবাইল ফোনে সার্বক্ষণিক টেলিমেডিসিন সেবা দিবেন ইনশাআল্লাহ।
ডাক্তারদের নাম এবং মোবাইল নম্বর নিম্নে দেয়া হলোঃ
ডাক্তারদের নাম এবং মোবাইল নম্বর নিম্নে দেয়া হলোঃ
ডাঃ মেহেরাজ মজুমদার-০১৯৫১০৪৮৫৪১,ডাঃ আল আমিন দিনার-০১৯২২২৯০৮৯২,ডাঃ মোঃ মকবুল হোসেন-০১৭১১৪৭৬৯১৭,ডাঃ অজিত চন্দ্র ভদ্র-০১৬১০৬৬৬৯৯৯,ডাঃ আলী আশরাফ খান-০১৯২৪৬৪২৮০৪
উল্লেখ্য যে জালকুড়িয়ান ব্লাড ডোনার্স নারায়ণগঞ্জ মূলতএকটা বিনামূল্যে রক্তের প্রয়োজন মানুষের সাহায্যেকারী একটি স্বেচ্ছাসেবী সংগঠন।এই সংগঠন এর মুখপাত্র অপু রায়হান বলেন “এ পর্যন্ত বিনামূল্যে ১৩৯০ ব্যাগ রক্তদান করে মানুষের সাহায্য করতে সক্ষম হয়েছে এই সংগঠন। রক্তদান ছাড়াও বিভিন্ন সামাজিক কাজ গুলো নিষ্ঠার সাথে পালন করে অাসছে।
বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করেছে ১১ বার এতে প্রায় ১৮০০০ মানুষ তাদের রক্তের গ্রুপ জানতে পেরেছে অালহামদুলিল্লাহ।
ক্রান্তিকালিন করোনা মহামারির সময় ১৬০০ বোতল হ্যান্ড স্যানেটাইজার বিতরণ সহ বিপদগ্রস্ত ১৪৭ টি পরিবার কে খাবার সরবরাহ করা হয়েছে।
৩০০ পরিবারকে রমজানের ১ মাসের খাবার উপহার বিতরনে কার্যক্রম চলমান আছে। “
সংগঠনের পক্ষ থেকে নারায়ণগঞ্জসহ দেশের যে কোনো জায়গা থেকে জরুরি স্বাস্থ্যসেবা এবং পরামর্শ গ্রহণের জন্য আহবান জানানো হয়েছে। টেলিমেডিসিন সেবা সম্পর্কে যে কোনো তথ্য জানতে ০১৭১২৬২৬৮০৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

Facebook Comments