উদ্যোগের অভাবে অনেক পিসিআর মেশিন, দক্ষ লোক পড়ে আছে

সরকারি প্রায় সব রিসার্চ অর্গানাইজেশনে একাধিক রিয়েল টাইম পিসিআর মেশিন আছে। আছে এক্সপার্ট লোকজন। কিন্তু কোথাও করোনা টেস্টের ব্যবস্থা নেয়া হয়নি। ঢাকা বিসিএসআইআর এ (সায়েন্স ল্যাব) প্রায় ৭/৮ টার মত রিয়েল টাইম পিসিআর মেশিন আছে। আরো বেশি থাকতে পারে। কিটস সরবরাহ করলে শুধু বিসিএসআইআর’ই প্রতিদিন হাজার তিনেক পরীক্ষা সম্ভব।
বিসিএসআইআর চট্টগ্রাম, রাজশাহীতেও রিয়েল টাইম পিসিআর মেশিন আছে।
সাভার ন্যাশনাল ইন্সটিটিউট অব বায়োটেকনোলজি (এন আই বি ) তেও একাধিক রিয়েল টাইম পিসিআর মেশিন আছে।
আরও অনেক রিসার্চ অর্গানাইজেশনে রিয়েল টাইম পিসিআর মেশিন আছে বলে জানি।
এই কঠিন সময়ে এই ইন্সটিটিউটগুলো তো বাদ থাকার কথা নয়!!!
সব নেগেটিভ জিনিসগুলো আমার চোখে পড়ে কেন, সেটাই বুঝি না। আল্লাহ রক্ষা করুন।
লিখেছেনঃ মাহবুব কবির মিলন, উপসচিব, রেল মন্ত্রণালয়
Facebook Comments