প্রথমদিকে পিপিই পরা জানতেন না বলে ডাক্তাররা করোনায় আক্রান্ত হয়েছেঃ স্বাস্থ্যমন্ত্রী

প্রথমদিকে ডাক্তার এবং নার্সরা পিপিই কিভাবে পরতে হবে খুলতে হবে এসব জানতেন না বিধায় তারা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে দাবী স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি’র। মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের বাজেটের ওপর স্বাস্থ্য মন্ত্রণালয়ের ছাঁটাই প্রস্তাব বিষয়ে আলোচনায় অংশ নিয়ে এ মন্তব্য করেন মন্ত্রী। স্পিকার শিরীন শারমিন চৌধুরী এ সময় অধিবেশনের সভাপতিত্ব করেন।
স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশে করোনার কারনে ডেথ রেট অন্যান্য দেশের তুলনায় কম বলে জানান। এ সময় মন্ত্রী বলেন, “ডাক্তারদের নার্সদের আমরা ট্রেইন্ড করেছি। পিপিই কিভাবে পড়তে হবে, খুলতে হবে এই বিষয়টি তাদের জানা ছিল না। তাদেরকে আমরা ট্রেইন্ড করেছি। তারপরে আক্রান্তের হার কমে গেছে।”
জাহিদ মালেক বলেন, কোনো হাসপাতালে সেবা পাচ্ছে না, এমন কোনো বিষয় নেই। আমাদের ১৪ হাজার বেড আছে, রোগী আছেন চার হাজার। মানুষ যদি সচেতন হয়, মাস্ক পরে, শারীরিক দূরত্ব বজায় রাখে, তাহলে সংক্রমণ কমে যাবে।
মন্ত্রী এসময় করোনাকালে দুই হাজার ডাক্তার এবং ছয় হাজার নার্স নিয়োগের ব্যাপারটি উল্লেখ করেন।
Facebook Comments