মন্ত্রীর পোস্টে ‘টেলিটকের নেটওয়ার্ক নাই কেন’ কমেন্ট না করতে মন্ত্রীর অনুরোধ

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বারের যে কোন পোস্টেই টেলিটক নিয়ে কমেন্ট না করতে অনুরোধ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন মন্ত্রী। তার ভ্যারিভাইড ফেসবুক একাউন্ট থেকে দেওয়া পোস্টটি হুবহু তুলে দেওয়া হলঃ
“বড় অদ্ভুত বিপদে আছি। কোন পোস্ট দিলেই তাতে হুমড়ি খেয়ে কমেন্ট পড়তে থাকে টেলিটকের নেটওয়ার্ক নাই কেন, কল ও নেটের দাম বাড়লো কেন, ডাক বিভাগের ইডি কর্মচারীদের বেতন কম কেন? সবার অবগতির জন্য জানানো যায় যে, টেলিটক অন্য অপারেটরদের মতো বিনিয়োগ করতে পারেনি বলে তার নেটওয়ার্ক দুর্বল। ১৮ সাল থেকে টেলিটক তার নেটওয়ার্ক সম্প্রসারণ করছে। এটি রাতারাতি হবেনা-সময় লাগগবে।
নেট ও কলের সম্পূরক শুল্ক বাজেটে বাড়ানো হয়েছে। আমি সেটি প্রত্যাহার করার জন্য আবেদন করেছিলাম কিন্তু সরকার মনে করেছে বাড়ানোটাই সঠিক। এতে আমার কোন করণীয় নাই। ডাক বিভাগের কর্মচারীদের বেতন আমি মন্ত্রীর দায়িত্ব নেবার পর শতকরা ৭৭ ভাগ বেড়েছে। আরও বাড়ানোর আবেদন করা হয়েছে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে। অনুগ্রহ করে আমার পোস্টে অপ্রাসঙ্গিকভাবে এসব বিষয় আনবেন না।”
Facebook Comments