মহাপরিচালকের পদত্যাগ

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ মঙ্গলবার পদত্যাগ করেছেন।
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য সচিব আবদুল মান্নান বলেছেন, ডা. আবুল কালাম আজাদ জনপ্রশাসন মন্ত্রণালয়ে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, পদত্যাগের কারণ হিসেবে নিজ স্বাস্থ্যগত সমস্যার কথা উল্লেখ করেছেন কিডনি রোগে আক্রান্ত ডা. আবুল কালাম আজাদ।
এর আগে, রিজেন্ট হাসপাতালের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের চুক্তিবদ্ধ হওয়ার বিষয়ে গত সপ্তাহে ডা. আবুল কালাম আজাদকে কারণ দর্শানোর নোটিশ দেয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। উল্লেখ্য, রিজেন্ট হাসপাতাল ভুয়া কোভিড-১৯ সার্টিফিকেট দেওয়ায় স্বাস্থ্য খাত নিয়ে ব্যাপক সমালোচনা ওঠে। এ ছাড়াও করোনার মহামারী দেশে শুরু হওয়ার পর থেকেই আবুল কালাম আজাদ নানানভাবে বিতর্কিত হয়ে ওঠে।
Facebook Comments