ইদের পর খুলে দেয়া হবে সকল পর্যটন কেন্দ্র

মঙ্গলবার,৪ আগস্ট,২০২০
দীর্ঘ চারমাস বন্ধ থাকার পর অবশেষে ইদের পর খুলে দেওয়া হবে সকল পর্যটন কেন্দ্র। জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন পর্যটন মন্ত্রনালয়। স্বাস্থ্যবিধি ও নীতিমালা তৈরি করেছেন সরকার। পূর্ব ঘোষণা অনুযায়ী ইদের পরেই সকল পর্যটন কেন্দ্র খোলার আশা করেছিলেন পর্যটন মন্ত্রনালয়। অবশেষে তা সফল করার জন্য সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার নির্দেশ দিয়েছেন তিনি।
দেশের পর্যটন শিল্পের সাথে জড়িত প্রায় ৪০ লক্ষ মানুষ। যাদের জীবন জীবিকার উৎস ছিল এই পর্যটন শিল্পের সাথে জড়িত। তাদের অনেকেই এখন বেকার অবস্থায়। জুটছে না তিন বেলা খাবার। ১৮ মার্চ থেকে বন্ধ হওয়া কক্সবাজার সমুদ্র সৈকতে হাজারো মানুষ বেকার জীবন যাপন করছে। পর্যটন কেন্দ্র খুলে দিলে তাদের জীবন জীবিকাও সচল হবার আশা করছেন সবাই।
নিজস্ব প্রতিবেদক
বায়েজিদ হাসান রাফি
আমাদের সাথে যুক্ত থাকুন::
লাইক দিন: https://www.facebook.com/eisomoy365/ (‘এই সময়’ ফেসবুক পেইজ)
সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে: https://youtu.be/ZBMTaqUNbh4
Facebook Comments