হঠাৎ জাতীয় দলের সাথে অনলাইনে গ্যারি কার্স্টেন,কিন্তু কেন?

বৃহস্পতিবার,৬ আগস্ট,২০২০
গত ০৫ আগস্ট বুধবার সমগ্র জাতীয় দলের ক্রিকেটারদের সাথে অনলাইন মিটিংয়ে যুক্ত হন ভারতের বিশ্বকাপজয়ী দলের কোচ, দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান গ্যারি কার্স্টেন।অনেকের মনেই প্রশ্ন জাগে,কেন হঠাৎ এই ভার্চুয়াল মিটিং?
করোনার মাঝে ইদের ছুটিতে দেশের বিভিন্ন স্থানে অবস্থানরত জাতীয় দলের ক্রিকেটারদের জন্য এই সুযোগের নেপথ্যে ছিলেন জাতীয় দলের বর্তমান কোচ রাসেল ডোমিঙ্গো।দীর্ঘকাল কার্স্টেনের সহকারী হিসেবে দক্ষিণ আফ্রিকায় দায়িত্ব পালন করেন ডোমিঙ্গো।করোনা দুর্যোগে ক্রিকেটের অচলাবস্থার মাঝেই জাতীয় দলের ক্রিকেটারদের জন্য কার্স্টেনের অনলাইন সেশনের ব্যবস্থা করেন বাংলাদেশ জাতীয় দলের প্রোটিয়া কোচ।
জানা গেছে, গ্যারি কার্স্টেনের সাথে গ্রুপ আলোচনায় অংশ নিয়ে ক্রিকেটাররাও খুশি। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন ক্রিকেটার জানিয়েছেন, গ্যারি কার্স্টেনের কথা এবং পরামর্শ খুব ভাল ছিল। শেখার মতো অনেক কিছুই আছে। কিছু প্রয়োজনীয় টিপসও মিলেছে।
উল্লেখ্য,এর আগেও চণ্ডিকা হাতুরুসিংহের বিদায়ের পর প্রধান কোচ পদে শূন্যবস্থান পূরণে নতুন কোচ নিয়োগে পরামর্শক হিসেবে বাংলাদেশে সফর করেন খেলোয়াড়ি ও কোচিং উভয় জীবনেই সফল এই ক্রিকেট ব্যক্তিত্ব।
নিজস্ব প্রতিবেদক
আপন সৌরভ
আমাদের সাথে যুক্ত থাকুন::
লাইক দিন: https://www.facebook.com/eisomoy365/ (‘এই সময়’ ফেসবুক পেইজ)
সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে: https://youtu.be/ZBMTaqUNbh4
Facebook Comments