ছোটদের নামে হচ্ছে বড় অঙ্কের এফডিআর: পাপন

শুক্রবার,৭ আগস্ট,২০২০
যুব বিশ্বকাপজয়ী বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের জন্য বড় সুখবর দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট জনাব নাজমুল হাসান পাপন এমপি।
আজ নিজ বাসভবনে সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রে শেখ কামালের অবদান ও যুব ক্রিকেট উন্নয়নে বিসিবির নানা পদক্ষেপ নিয়ে আলোচনার এক পর্যায়ে পাপন বলেন,বিশ্বকাপজয়ী তরুণদের জন্য বিসিবির তিনটি প্রোগ্রাম ছিল।প্রথমটি ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে,মাসে প্রত্যেকে এক লাখ টাকা করে। পাচ্ছেন।দ্বিতীয় পদক্ষেপ হল,পর্যায়ক্রমে দেশে ও দেশের বাইরে বিশেষ কোচিং ও ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করা।যার জন্য বিসিবি “একপায়ে খাড়া”।
তৃতীয় যে খবরটি পাপন জানান,সেটিই সবচেয়ে বড় চমক।অনুর্ধ্ব-১৯ চ্যাম্পিয়ন দল যেদিন প্রধানমন্ত্রীর হাতে ট্রফি তুলে দেবেন,সেদিনই খেলোয়াড়দের হাতে চেক তুলে দেওয়া হবে।প্রত্যেক ক্রিকেটারের নামে খোলা হবে বড় অঙ্কের এফডিআর।
করোনা দুর্যোগের কারণে এমন আরও অনেক পরিকল্পনা বাস্তবায়নে বিলম্ব হচ্ছে বলেও সাংবাদিকদের জানান বিসিবি বস।
নিজস্ব প্রতিবেদক
আপন সৌরভ
আমাদের সাথে যুক্ত থাকুন::
লাইক দিন: https://www.facebook.com/eisomoy365/ (‘এই সময়’ ফেসবুক পেইজ)
সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে: https://youtu.be/ZBMTaqUNbh4
Facebook Comments