“স্পুটনিক ভি” তৈরির ঘোষণা রাশিয়ার

সারা বিশ্বে করোনায় মৃত্যুসংখ্যা বেড়ে চলেছে। ইউরোপের কিছু দেশ সবচাইতে বেশি ভোগান্তিতে পড়েছে। এরই মাঝে আশার আলো দেখিয়েছে রাশিয়া। গত মঙ্গলবার প্রথম দেশ হিসেবে করোনাভাইরাস ভ্যাকসিন তৈরির ঘোষণা দিয়েছে। এবং ভ্যাক্সিনটিকে “স্পুটনিক ভি” নামে অভিহিত করা হয়েছে। ভ্যাক্সিনের নামের সাথে সোভিয়েত স্যাটেলাইট স্পুটনিকের নামের সামঞ্জস্য রয়েছে। দেশটির সভরেইন ওয়েলথ ফান্ড প্রধান এক বিবৃতিতে একথা জানিয়েছেন।
এদিকে ভ্যাকসিন প্রকল্পে অর্থ বিনিয়োগ করে রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড। প্রতিষ্ঠানটির প্রধান কিরিল দিমিত্রিয়েভ গণমাধ্যমকে জানান, ভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়াল বুধবার থেকে শুরু হবে এবং আশা করা যাচ্ছে সেপ্টেম্বর থেকে উৎপাদন শুরু করা হবে। এদিকে ২০ টি দেশ থেকে ১০০ কোটির অধিক ডোজ সরবরাহের আগাম অর্ডার পেয়েছে রাশিয়া।
Facebook Comments