শোক দিবস উপলক্ষে ঘাতক দালাল নির্মূল কমিটি,মনসুর আলী মেডিকেল কলেজ শাখার কর্মসূচি

বুধবার,১৯ আগস্ট,২০২০
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি- শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ শাখার উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে গত ১৮ আগস্ট সন্ধ্যায় এক আলোচনা সভার আয়োজন করা হয় । উক্ত আলোচনায় অংশ নেন অধ্যাপক ডাঃ উত্তম কুমার বড়ুয়া (পরিচালক-শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল), অধ্যাপক ডাঃ মামুন আল মাহতাব স্বপ্নীল ( চেয়ারম্যান, লিভার বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়),কাজী মুকুল সাধারণ সম্পাদক,(ঘাদানিক) এবং ঘাতক দালাল নির্মূল কমিটি শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ শাখার প্রতিনিধিরা ।আলোচনায় তারা বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন তুলে ধরেন এবং বঙ্গবন্ধুর সকল খুনীদের দ্রুততম সময়ে বিচার দাবি করেন।
ক্যাম্পাস প্রতিনিধি/রিফাত বিন রহমান
আমাদের সাথে যুক্ত থাকুন::
লাইক দিন: https://www.facebook.com/eisomoy365/ (‘এই সময়’ ফেসবুক পেইজ)
সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে: https://youtu.be/ZBMTaqUNbh4
Facebook Comments