চলে গেলেন ব্ল্যাক প্যান্থার – চ্যাডউইক বোসম্যান

শনিবার,২৯ আগস্ট,২০২০
মার্ভেল এর সুপারহিরো ব্ল্যাক প্যান্থার খ্যাত চ্যাডউইক বোসম্যান মৃত্যুবরণ করেছেন। ২০১৬ সাল থেকে তিনি লড়াই করছিলেন কোলন ক্যান্সারের সাথে। ছিলেন স্টেজ থ্রি তে। পরবর্তীতে অবস্থার আরও অবনতি হয়ে স্টেজ ফোর এ পৌঁছায়।
৪৩ বছর বয়সের এই অভিনেতা এ জটিল রোগের সাথে যুদ্ধ করেই চালিয়ে যাচ্ছিলেন ফিল্ম ক্যারিয়ার।আজ সকালে (বাংলাদেশ সময়) তার অফিশিয়াল ফেসবুক পেইজ থেকে তার মৃত্যুর খবর জানানো হয়। বলা হয় নিজ বাসস্থানে পরিবারের সাথেই ছিলেন শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত।
নিজস্ব প্রতিবেদক/রাবেয়া আক্তার স্বর্না
আমাদের সাথে যুক্ত থাকুন::
লাইক দিন: https://www.facebook.com/eisomoy365/ (‘এই সময়’ ফেসবুক পেইজ)
সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে: https://youtu.be/ZBMTaqUNbh4
Facebook Comments