দেশে পৌঁছেছে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার সি আর দত্তের মরদেহ

সোমবার,৩১ আগস্ট,২০২০
মুক্তিযুদ্ধের ৪ নম্বর সেক্টরের কমান্ডার মেজর জেনারেল চিত্ত রঞ্জন দত্তের (বীর উত্তম) মরদেহ দেশে আনা হয়েছে। আজ সকাল ৮.৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে ঢাকায় আনা হয় তার মরদেহ।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা কাজল দেবনাথ বলেন, বিমানবন্দর থেকে মরদেহ সিএমএইচে এনে রাখা হয়েছে। সেখান থেকে মঙ্গলবার সকাল সাড়ে ৭ টায় তার বনানী ডিওএইচএস এর বাসভবন হয়ে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের সুবিধার্থে ঢাকেশ্বরী মন্দির চত্বরে নিয়ে যাওয়া হবে। সেখান থেকেই রাষ্ট্রীয় সম্মাননা দেয়া হবে। বেলা ১১ টার দিকে মরদেহ নিয়ে যাওয়া হবে রাজারবাগ বরদেশ্বরী শ্মশানে। শেষ কৃত্যানুষ্ঠানের আগে সেখানেই সি আর দত্তের মরদেহের প্রতি সামরিক শ্রদ্ধা দেখানোর জন্য গানস্যালুট প্রদান করা হবে।
সি আর দত্তের জন্ম আসামের শিলংয়ে ১৯২৭ সালের ১লা জানুয়ারি। তার পৈতৃক নিবাস হবিগঞ্জের চুনারুঘাটে। ২০ আগস্ট যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় তার মেয়ের বাসায় বাথরুমে পড়ে গিয়ে তার পা ভেঙে যায়। কিন্তু হাসপাতালে ভর্তির পরে তার শারীরিক অবস্থার আরও অবনতি হতে থাকে। অবশেষে ২৫ আগস্ট ৯৩ বছর বয়সে ফ্লোরিডাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, করোনা পরিস্থিতির কারণে তার মৃতদেহ কেন্দ্রীয় শহীদ মিনার ও হবিগঞ্জে তার নিজ বাড়িতে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।
নিজস্ব প্রতিবেদক
নোশিন অয়ন
আমাদের সাথে যুক্ত থাকুন::
লাইক দিন: https://www.facebook.com/eisomoy365/ (‘এই সময়’ ফেসবুক পেইজ)
সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে: https://youtu.be/ZBMTaqUNbh4
Facebook Comments