দুটি জাতীয় পরিচয়পত্র থাকার অভিযোগে ডাঃ সাবরিনার বিরুদ্ধে মামলা করেছে নির্বাচন কমিশন

সোমবার,৩১ আগস্ট,২০২০
দুটি জাতীয় পরিচয়পত্র থাকার অভিযোগে জে কেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডাঃ সাবরিনা আরিফ চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে নির্বাচন কমিশন।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম জানান, নির্বাচন কর্মকর্তা আবদুল মোমিন মিয়া বাড্ডা থানায় মামলাটি করেন।মামলার বিবৃতি অনুসারে, ডাঃ সাবরিনা ২০০৯ এবং ২০১১ সালে মোট দুটি জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করেছিলেন।
২০০৯ সালের আইডি কার্ডে তিনি তার নাম সাবরিনা শারমিন হোসেন এবং জন্মের তারিখ হিসাবে ২ ডিসেম্বর, ১৯৭৮ এবং অন্য আইডি কার্ডে জন্ম তারিখ ১৯৮৩ সালের ২ ডিসেম্বর উল্লেখ করেছিলেন। এবং দুটি আইডি কার্ডে তার স্বামীর নাম আলাদা।
উল্লেখ্য, ভোটার তালিকা আইন ২০০৯ অনুসারে দ্বৈত এনআইডি অর্জন দন্ডনীয় অপরাধ, সর্বনিম্ন শাস্তি দুই বছরের কারাদণ্ড বা জরিমানা বা উভয় দন্ডে দন্ডিত হবেন।
নিজস্ব প্রতিবেদক/রাবেয়া আক্তার স্বর্না
আমাদের সাথে যুক্ত থাকুন::
লাইক দিন: https://www.facebook.com/eisomoy365/ (‘এই সময়’ ফেসবুক পেইজ)
সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে: https://youtu.be/ZBMTaqUNbh4
Facebook Comments