চলে গেলেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি

সোমবার, ৩১ আগস্ট, ২০২০
ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি মারা গেছেন।টানা ৩ সপ্তাহ কোমায় থাকার পর সোমবার মারা গেছেন ৮৪ বছর বয়সের এই নেতা। ৯ আগস্ট দিল্লির সামরিক হাসপাতালে তার মস্তিষ্কের অস্ত্রোপচার করা হয়। তারপর থেকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়।
পাশাপাশি, নমুনায় পরীক্ষা করে তার শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়।আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। নানা রকম জটিলতা ছিল তার। এছাড়া মস্তিষ্কে রক্তক্ষরণ বন্ধ করতে হিমশিম খেতে হচ্ছিলো, সাথে ছিল ফুসফুসের সংক্রমণ। সোমবার (৩১ আগস্ট) বিকেলে ভারতের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
উল্লেখ্য, তিনি এক সময় ঢাকা কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী ছিলেন। ভারতের রাষ্ট্রপতি ছিলেন ২০১২- ২০১৭ সাল পর্যন্ত। ২০১৯ সালে তাকে ‘ভারত রত্ন’ উপাধি দেয়া হয়। ২০০৮ সালে পান ‘পদ্মবিভূষণ’
নিজস্ব প্রতিবেদক/ রাবেয়া আক্তার স্বর্না
আমাদের সাথে যুক্ত থাকুন::
লাইক দিন: https://www.facebook.com/eisomoy365/ (‘এই সময়’ ফেসবুক পেইজ)
সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে: https://youtu.be/ZBMTaqUNbh4
Facebook Comments